আমার স্বদেশ
আর্শি
সামনে বসিয়ে একটা আর্শি
বাবু বললেন, 'হোক এনার্সি!
কাগজপত্র কিছু নেই দেখে
গায়ে পরে নেন গেরুয়া জার্সি!
মানুষ
হবে এনার্সি হবেই তো ক্যা
বললো মোটা বললো ন্যাকা
একটা হাঁদা বলছে হেঁকে
'ছাত্র পেটাও গুন্ডা ডেকে
খুনিগুলোর বুদ্ধি দেখে
লালন বলে,' পাপের দলে ভেসে ভেসে
জুটলো দেশে
এ কোত্থেকে
মানুষ ব'লে আদৌ কি আর ডাকবো একে'?
মিছিল
যদি ভাবো বন্দুকে
দিতে পারো গতি রুখে--
ভুল!
যদি ভাবো বন্দুকে
গুলি ছুঁড়ে বুকে বুকে
সহজে ভুলিয়ে দেবে
দেশ মাটি গান
ভোলাবে ভোলাবে শ্যাম ভোলাবে আজান
তবে তুমি, হে দানব
আগাগোড়া গর্দভ
মাথামোটা, হাবা বিলকুল!
মাটি
মাটি, আমার স্বদেশভূমি
কোন ক্ষমতায় কাড়বে তুমি
বলতে পারো?
ধর্ম-জাতি সব একাকার
উড়িয়ে দেব ঘনান্ধকার
যতই মারো!
ফ্যাসিস্টগুলো লুকিয়ে আছে
পাড়ায়-পাড়ায় নানান ঠেক-এ
ফেসবুকে আর মেসেঞ্জারে, কয়েকটা, হ্যাঁ, পদ্য লেখে!
দাঙ্গা-খুনের কেতন ওড়ায়, ঘেন্না শেখায়, অসভ্যতাও
ওদের জন্য তেরঙ্গা আর সংবিধানের সূর্য ওঠাও...
রবি ঠাকুর
জিতে গেলেন, আপনি, রবি ঠাকুর
সারা ভারত জুড়ে দেখুন পড়ুয়াদের মিছিল থেকে
উঠছে কেবল একই কথা, যুগে-যুগের উদার বাণী
অহরহ যে আহ্বানে লক্ষ-হাজার আস্থা রেখে
ভাঙছে দেওয়াল সর্বনাশের, ভাঙছে রাজার যা শয়তানি
কাঁদছি হাসছি ওদের সঙ্গে, বলছি, তোরা খুব বাহাদুর
বুঝতে পারছি বুড়ো হলাম, ওদের নিশান ঝড়,রোদ্দুর
জিতে গেলেন, ওদের জোরে, আপনি একা রবি ঠাকুর!
No comments:
Post a Comment