Tuesday, December 24, 2019

শুভ্র বন্দ্যোপাধ্যায়




খসড়া সঙ্গীত


ঘর বিশ্বাস টলে গেছে দীর্ঘদিন 
শুধু ঝাঁঝরা কংক্রিটের খোলসে আটকে থাকা ফ্রেম থেকে 
আমাদেরই ছায়া ছিটকে নামছে বলে 
কিছুতেই মাংস ছিঁড়ে নেওয়া যাচ্ছে না 

যেহেতু আপনিই জানেন ছায়া কখন 
ঝড়ের বন্ধু আর বাতাসের শত্রু হয়ে ওঠে 
আপনি জানেন জ্বলন্ত নদীর জল কতটা ধ্বংস করতে পারে 
কতক্ষণ স্যাঁতসেঁতে থাকে 
দীর্ঘ মিছিলের ভার বহন করা কৃষকের ছায়া 

আপনার কাছে তাই জানতে ইচ্ছে করে 
দীর্ঘদিন ক্রোধ পুষে রাখা মানুষের ধাতব সিল্যুয়েট  
ঠিক কখন ঝড়ের বন্ধু হয়ে ওঠে? 

No comments:

Post a Comment