Tuesday, December 24, 2019

মৌমিতা পাল







দেশ অথবা জহিজ



স্বাধীনভাবে যা কিছু বলা হয় তা বিপ্লব,
অন্ত্রভরা জলে পুলিশ বনাম চোর;
ধ্বংসের রূপে দেখা দিয়েছিল ত্বকহীন সিংহাসন।
বিশ্বাস করো,
বোমারুরা কাছে এলেই পালাই রাস্তায়
যারা রাস্তায় তারা জানালায় জান রেখে
পড়ে নতুন আজান!
দেশে জ্বলছে জালালের ক্ষত
দেশ পুড়ছে জাহান্নামের মতো।
আমার সময় ফুরিয়ে আসছে বলে
দেশ মরবে সহমরণ কালে।

No comments:

Post a Comment