Monday, December 23, 2019

দেবাঙ্কুর কুন্ডু





ওরা হাঁটছে তাই


ওরা হাঁটছে তাই
আমার নুয়ে পড়া শিরদাঁড়াটা এখনও ভেঙে যায় নি। 

ওরা হাঁটছে তাই
আমার চোখে বাঁধা ঠুলিগুলো অল্প অল্প নড়ছে। 

ওরা হাঁটছে তাই
কালো ক্যানভাসে লালের ছোপ স্পষ্ট হয়ে ওঠে। 

ওরা হাঁটছে তাই
রেললাইনের পাথরগুলো লাফিয়ে উঠতে চাইছে। 

ওরা হাঁটছে তাই
কাঁচের ঘরটা স্বচ্ছ হয়ে উঠছে ধীরে ধীরে। 

ওরা হাঁটছে তাই
চায়ের দোকানে, ঘরের কোণে নিন্দার রোল ওঠে। 

ওরা হাঁটছে তাই
কাঁটাতারের ফাঁস এখনও গলায় চেপে বসে নি। 

ওরা হাঁটছে তাই
আমার বিবেক ঢুলতে ঢুলতে ধড়ফড় করে উঠছে। 

ওরা হাঁটছে তাই
হাতুড়ির ঘায়ে তাসের ঘর নড়তে শুরু করেছে। 

ওরা হাঁটছে তাই
মরছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো বেঁচে আছি। 

ওরা হাঁটছে তাই
বিন্দুতে স্বপ্ন ,আশা,ভরসা ভিড় করে আসে একরাশ। 

ওরা হাঁটছে তাই
জলের ছিটেয় মুখোশের রং ধুয়ে যাচ্ছে বারবার। 

ওরা হাঁটছে তাই
তুমি বুঝতে পারছ আমি রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাইনি। 

ওরা হাঁটছে তাই
শেষ প্রদীপটা জ্বালিয়ে রেখে পিলসুজ কালো হয়ে ওঠে। 

ওরা হাঁটছে তাই
আমি ঘুমিয়ে আছি,জাগার সময় এখনও কি আসেনি। 

No comments:

Post a Comment