কাঠের পা
আসন্ন শীতে আমরা আরো বেশি বেশি উঁচু নিচু কবিতা লিখবো। প্রবল কুয়াশায় কলম থেকে টেনে নেব অবাধ্য বিষ। উঁচু কবিতা থেকে ছলাং দেব। আমাদের দেহ থেকে গজিয়ে উঠবে বর্ণ পোড়া সময়। শীতে মেলে ধরবো সরু সরু রুমাল। এইসব ব্যানার দেখে আপনি সহজেই জেনে যাবেন শীতের স্বাধীনতা। এসব নিয়ে আপনি একদম ভাববেন না। আপনি নিশ্চিন্তে পা রাখতে পারেন মিছিলে। আমরা জানি মিছিল এক অস্ত্রহীন রোদ। মিছিল মানে কাঠের পায়ে হেঁটে যাওয়া কিছু মতামত । আপনি নিশ্চিন্তে চিৎকার করতে পারেন, আমরা আরো উঁচু উঁচু কবিতা থেকে দেখে নেব শেষমেশ কোন কোন শব্দের গায়ে টলমল করছে আকাশ।
No comments:
Post a Comment