Tuesday, December 24, 2019

কৌশিক বাজারী





আগুন একটি প্রতীক চিহ্ন
----- -- -- -- --

সুখী বাঙালির সুখী  গৃহকোণ
গ্রামাফোন গেছে শোভে আই-ফোন
ভদ্রলোকের মতন কই হে খেলছ না!

'এভাবে কাঁদেনা, ওভাবে কাঁদো
এভাবে করে না, ওভাবে কর
এরম কল্লে তোমার সঙ্গে খেলব না'

বলেছিল যারা অন্তর হতে
বিদ্বেষ বিষ বুনেছি প্রভাতে
দিয়ে দায়ভার তাহাদেরি হাতে , (রাতও বেড়েছে)
এবার কত্তা ঘুমোন না!

এখন আমার প্রিয় সন্তান
পড়শী তোমার প্রিয় সন্তান--
একি দুজনেরি লাল রঙ কেন!
মিশেছে অন্ধ জামার হাতায়, জামিয়া মিলিয়া বুঝছে না!

আগুন একটি প্রতীক চিহ্ন
এবং আগুন আক্ষরিকও
দৃশ্যত সেই আগুন কিন্তু জ্বলছে না
এখনো কত্তা তোমার আগুন জ্বলছে না



১৯শে নভেম্বর ২০১৯
----------------

মিছিলে হেঁটেছি আমি আজ?
আজ যদি না মেলাই পা
আজ যদি ঘরে বসে বসে
আজও যদি খুব থাকে কাজ
কোনোদিন হয়ত হঠাৎ
নিভে গেল এ সকাল-সাঁঝ
তখন আমার আত্মজ
তখন আমার আত্মজা
আঙুলে টাঙিয়ে জিজ্ঞাসা
তুলে ধরে, বলে ফাঁকিবাজ!
তোমাদেরই রেখে যাওয়া ক্ষত
তোমার অক্ষম মৌনিব্রত
আরো নিচু, আরো অসহায়
আমাদের ভারত সমাজ, আর
বয়ে যাওয়া নিচু ইতিহাস
এতদূর এনেছে আমায়?

কিছুই জবাব তার নাই

মিছিলে যাইনি তবু আজ
ঘরে বসে লিখি, ফাঁকিবাজ..

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ