Tuesday, December 24, 2019

রাজর্ষি দে






একটি ফুল
*********
বন্দুকের নল ক্ষমতার উৎস কিনা জানি না
কিন্তু খবরে দেখছি সে মেয়ে
নলের আগায় ফুল পুঁতে দিল
ফুলের উৎস মাটি
ফুলের উৎস বাতাস
ফুলের উৎস জল
সেই জল বায়ু মাটির নাড়ি ছেড়া যত ফুল আছে
এই জল বায়ু মাটির নাড়ি ছেড়া যত ছেলে মেয়ে আছে
সেই প্রতিটা বীজধানে যে সুর্যের আলো খেলে গেছে
আপনি তার ধর্ম চেনেননি

আপনি দেশের নাম ধরে ডাকলেন
কিন্তু মাটিতে কান পাততে শিখলেন না
আপনি দেশের নামে রক্ত চাইলেন
কিন্তুর ভাতের ভেতর ঘাম রক্তের স্বাদ পেলেন না
আপনি পোশাক দেখে সন্ত্রাসী চিহ্ণিত করলেন
কিন্তু চামড়া খুলে মানুষ চিনলেন না
আপনি কাগজ দেখে জমির অধিকার দিতে চাইছেন
কিন্তু আপনি বলুন তো 
কোন কাগজ, কোন রেজিস্টারের জমিতে ঐ ফুলটা ফোটাতে পারবেন?

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ