উপশম নাও
এখন সময় খুব সঙ্গোপনে এ ওর দেওয়ালে
সাড়াহীন উঁকি মেরে সাবধানী তফাতে থাকার
রাত্রির অগোচরে সতর্ক কান পেতে থাকা
ভেঙে পড়ে কাচঘর ওই বুঝি আবার কোথাও
বর্মের খোঁজ নেই, ব্যূহভেদ শিখিনি তেমন
ধ্বস্ত ভোরের কাছে নতজানু বিপন্ন ভয়
মুঠো করে নামিয়েছি, আঁকড়ে ধরেছি করতল
ঘাম আর ক্ষিধের নিশান বেঁধে হেঁটে গেছি
পথ
পাতাঝরা সময়ের ধুলো থেকে কুড়িয়ে তুলেছি
পোড়া শব
এ শহর, রাজপথ, ওই গ্রাম নগরের গলি
একলা মফঃস্বল আবছায়া মাঠের ভিতর ছায়াপথ
দৌড়ে দৌড়ে দেখি নিজেরি এ আধখাওয়া লাশ
ক্রুশকাঠ
কাঁধে বয়ে নামানোর মত এক দালানের খোঁজে
আমারি মতন তুমি ভাঙাচোরা ঝুঁকে আছো, বাড়ানো দুহাত
ওই হাতে হাত রাখি, ঐ কাঁধে রাখি এই মুখ
কিছুই পারি না জানি, তেরঙা রুমালে মুছি তিনকোনা স্বদেশের বুক
No comments:
Post a Comment