একটি কবিতা
বার বার সেই একই অসুখ ফিরে আসে
আমি দেখি
অসৎ, খারাপ আর অজ্ঞ মানুষের ভিড়
ক্ষমতা,প্রচার আর অর্থের দিকে।
আমার চীৎকার আমার ঘরের দেওয়ালে
'অনুভূতির ছায়া' -- কেউ বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস করা যায় না
প্রযুক্তি বড়ো ধূর্ত এবং ক্রুয়েল।
অথচ খারাপ ব্যাপারটা ব্যক্তিগত
পরজীবীর মতো।
এখানে ঠিক অথবা ভুল
ঘড়ির কাঁটার প্রেমে , আর্সেনিক পাওয়া যায়।
নিয়মের শ্যাওলা থেকে বেরোলে অবশ্য হতাশা বাড়ে
কিন্তু বেশিরভাগ নকল।
চুপ করে থেকে আগুন জ্বালানোর জন্যে
জ্বালানির জোগান করছি,
আমরা।
নিঃশব্দের আগুন যেকোনো সময় লেবানন হয়ে উঠবে...
No comments:
Post a Comment