Tuesday, December 24, 2019

রঙ্গীত মিত্র





একটি কবিতা 


বার বার সেই একই অসুখ ফিরে আসে
আমি দেখি
অসৎ, খারাপ আর অজ্ঞ মানুষের ভিড়
ক্ষমতা,প্রচার আর অর্থের দিকে।
আমার চীৎকার আমার ঘরের দেওয়ালে
'অনুভূতির ছায়া' -- কেউ বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস করা যায় না

প্রযুক্তি বড়ো ধূর্ত এবং ক্রুয়েল।

অথচ খারাপ ব্যাপারটা ব্যক্তিগত
পরজীবীর মতো।

এখানে ঠিক অথবা ভুল

ঘড়ির কাঁটার প্রেমে , আর্সেনিক পাওয়া যায়।

নিয়মের শ্যাওলা থেকে বেরোলে অবশ্য হতাশা বাড়ে
কিন্তু বেশিরভাগ নকল।

চুপ করে থেকে আগুন জ্বালানোর জন্যে
জ্বালানির জোগান করছি,
আমরা।

নিঃশব্দের আগুন যেকোনো সময় লেবানন হয়ে উঠবে...

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ