Tuesday, December 24, 2019

গুচ্ছ কবিতা মলয়শংকর মণ্ডল






কবিতাগুচ্ছ 

সার্কাস
_______


তোমাকে খুঁজতে খুঁজতে  আজ সকালে
অনায়াসে লিখে ফেলেছি দুখানা কবিতা।

কিন্তু কিছুতেই রাখতে পারিনি নিজের কাছে,
বেছে নেওয়া মদ্দা গাধার পিঠে চড়ে
বেড়িয়ে পড়েছে দিকে দিকে
সুযোগ পেলেই ছুঁয়ে দেখছে স্মৃতির শরীর

নীল আকাশময় নীরবতা, নিরন্তর পারফিউমের গন্ধ

তারা এখন হিংস্র ট্রাপিজের খেলা খেলতে খেলতে
ঢুকে পড়ছে ডিটেনশন ক্যাম্পে
আর খিদের মুখে চুষে খাচ্ছে মদ্দা গাধাটিরই দুধ! 



ঋতু বদল
_________


ঋতু বদলের শ্বাসকষ্টেরা নেমেছে গ্রামের মাঠে
রক্তপ্রপাতে ফাঁদ পাতাছিল সময়ের হাঁড়িকাঠে।

মাঝরাত্তিরে বাঘ আসে,চাটে অলীক শুশ্রুষাকে
আস্তিনে বসে স্তব করে ওরা;সময় সুযোগে ডাকে।

কতদিন হল এই ঋণও আছে শহরে মফসসলে
ধানের গন্ধ কালস্নানে নামে অনায়াস নুড়ি জলে।

এই নিয়ে আছি ধ্রুপদী জীবনে আলোর ঝর্ণা গানে!
যাবতীয় সুখ মিনার ছুঁয়েছে নাভিশ্বাস সেটা জানে। 



রাশিচক্র
_______

সুখে দিনটি কাটার কথা ছিল
কিন্তু ঝামেলার মধ্যেই কাটছে।

ভাবছি,হঠাৎ করে কোন দ্রব্য লাভ হতে পারে,
আর বেদনা চাড়াতে পারে অন্য কোন মনে
তখন হয়ত প্রেমে বাধার আশঙ্কা দেখা যায়।

চিন্তার মধ্যে দিনটা কাটলে কাটুক
মান-সম্মানের ব্যাপারে সাবধানতার দরকার নেই।
হয়ত হঠাৎ করে অনেক ব্যয় হতে পারে
ব্যবসায় আপনি হয়ত হঠাৎ প্রচুর লাভবান হতে পারেন।

ঠাণ্ডা মাথায় ভাবুন,একদিন কিন্তু আয়ের থেকে ব্যয় বেশী হবেই। 



ইতিহাসের পাতা
______________

ইতিহাসের পাতা দিগন্ত ছুঁয়েছে
ভাবছি ভোঁকাট্টা ঘুড়িগুলো কোথায় যায়?
গর্ভবতী কোন নদীর কাছে?

কি জানি?

আমি নিদ্রাহীন,
কেবলি জলের পংক্তিমালা গুনি--

তামাটে ক্যানভাসে কাঠকয়লার ছবি,
মানুষেরা কবে যেন মেধামেধ যজ্ঞ শেষ করে
ওই জল পার হয়ে চলে গেছে।

অবশিষ্ট সুতো নেই কোনও! 



আয়
______

আয়,
আবার নতুন কোন গল্প বলি।

বাতিস্তম্ভ জ্বলে যায় সান্ধ্যনগরীতে
নতজানু স্বপ্নদল বাড়ি ফিরে যাবে,
এই গল্প।

রাতের তাঁবুর মধ্যে ইতিহাস,অশ্রুপতনের

রাশি রাশি শ্রমচিহ্ন,তাকে
ভালোবেসে সাদা বাড়ি বলে ভাবি-

কেননা এ পৃথিবীর তিন ভাগ লবণাম্বু  জল।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ