Wednesday, December 25, 2019

নীলাঞ্জন হাজরা








সুড়ঙ্গ

আমার ধমনীতে দৌড়ন

রক্তের গতি

আমি কোনও দিনই মাপিনি
কিন্তু শাহজাদা সারাক্ষণ সন্ত্রস্ত
এই দুঃস্বপ্নে যে,
আমি নির্ঘাত একদিন আমার ধমনীতে ছুটে আসা

রক্তের সামনে

তাঁকে ধাক্কা মেরে ফেলে দেব
এবং তিনি ভীষণ রক্তাক্ত হবেন
শাহজাদা তাঁর জংলি স্মৃতিতে বিলক্ষণ জানেন তীব্র

রক্তের গন্ধ

চারপাশ থেকে কাদের ডেকে আনে
ধূর্ত শিকারী শাহজাদা
এই ভয়ঙ্কর দুঃস্বপ্নে কেঁপে কেঁপে উঠছেন যে
তাঁর প্রিয় মৃগয়া-জঙ্গলে সহসা তিনি রক্তাক্ত একা

চারপাশ থেকে ছুটে আসছে
আমার ধমনীতে নিঃশব্দে দৌড়ন

ক্রুদ্ধ রক্ত


No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ