হে রাম!
কে স্থির করবে এই ভূমি কার? কার খেতি-বাড়ি?
কার স্থির তর্জনী দেবে এ মুলুকে বসতের পাস্?
দাগ দিয়ে চেনাবে কে হে শরণার্থী না অনুপ্রবেশকারী?
নাগরিকপঞ্জি, তুমি দিতে পারবে লাশের তালাশ?
আমরা যা ভাবব—তা-ই আইন, যা যা করব তা’—নীতি।
গা-জোয়ারি লিখে দেবে জাতির প্রকৃত ইতিহাস!
আমরাই চেনাব সত্য, ধর্মাধর্ম, আহা দেশপ্রীতি—
আমার বিধান জানে কার মেয়াদে কতটুকু শ্বাস
এক ধর্ম, এক সমাজ, এক ভাষা, মত-সহমত,
দ্বিতীয় কিচ্ছুটি নেই—সব একমেবাদ্বিতীয়ম্।
সোনার স্বদেশ হবে; দোবো কেন তোকে কৈফিয়ৎ?
আমরাই ওজনে ভারী; তোরা তো সংখ্যালঘু; কম।
সংখ্যা জুড়ে লাগু করব, নিয়ম ভাঙব, গড়ব—জয় শ্রীরাম!
অখন্ডিত হিন্দু রাষ্ট্র—পূণ্য পুণ্য অচ্ছে দিনের জিত!
বাপদাদার ভিটে-মাটি আয় দেখে যা কেম্নি কেড়ে নিলাম,
জাতীয়তাবাদ নিয়ে খেলছি কেম্নি কিৎ কিৎ কিৎ কিৎ...
কিন্তু যদিই চিল্লে ওঠে খেতের মজুর, মিস্তিরিভাই কোনও-
‘কাদের বাপের জমিদারি? যেমন তোমার, তেমন আমার ওয়তন’...
শিরা ফুলিয়ে উঠে দাঁড়ায় একের থেকে একশো কোটি জনও?
তখন? তখন? তখন? তখন?... আস্তে আস্তে এগিয়ে আসছে পতন
No comments:
Post a Comment