সব তুই-আমি মাটিমাটি একাকার
মানুষের
দেশ!
এই মাটি জল আঙিনার মরা রোদ, গাছ নদী ফুল পাহাড়ের
সোনাচূড়া;
আকাশে বাতাসে ডানা মেলা চিৎকার, সব তুই-আমি মাটিমাটি
একাকার!
আঙিনাতে আজ গুঞ্জন আচানক, মুখগুলো চেনা রোজ দেখি পথেঘাটে;
এক নদী ভেঙে পারাপার প্রতিদিন, এক হাটে করি নিয়মিত
কেনাবেচা,
সেই মুখে আজ উদ্ভট বোলচাল!
মানুষের
মাঝে হিন্দু-মুসলমান:
খুঁড়ে খুঁজে চলে শেকড়ের সন্ধান, কারা খাঁটি আর কারা আছে
জালিয়াত!
এই মাটি-জলে তুই আর আমি রোজ, একাকার হয়ে দুলেছি বটের
শাঁখে
ভুলে গেলি কেন নাটমণ্ডপ থেকে স্মৃতিশঙ্খ আজানের সুরে
কাঁদে।
মাটি ভেঙে চিরে কাঁটাতার টেনে দিয়ে মানুষকে যারা করে যায়
ফালাফালা
সেই অন্ধের জাগরণ পুনরায়? নাকি ভুল ছিল একজলে
বাঁচাবাঁচি?!
যেই চারাগাছ আমরা দুজন মিলে রোপণ করেছি দুজনার মমতায়
তাকে ছেড়ে যাবো? তোকে ছেড়ে যাবো আমি? কেন যাবো বল? যেতে
কেন দিবি তুই?
মেনে নেবো কেন এই কালো চুরমার?
মাটি তো আমার গন্ধে জড়ানো তোর মতো অধিকার।
‘পৃথিবী সবার’ শেষ হোক কাঁটাতার; সব তুই-আমি মাটিমাটি
একাকার।
মানুষকে ভাগ করলে কি শেষ হয়? মানুষের খাঁটি, মানুষে
কিসের খাঁদ?
১৬ নভেম্বর ২০১৯
আবার মিছিল আবার পথে
আবার মিছিল আবার পথে
আবার দেখা তোমার আমার,
এমন সময় এসেছে আজ
নামো পথে সবাই আবার।
মানুষ মানুষ মিছিলে এক
মানুষ মানে দেশ সবার,
আসল মানুষ নকল মানুষ
এমন বলার সাহসটা কার?
এই যে মাটি যেমন তোমার
তেমন আমার স্মৃতির মিনার,
তোমার গন্ধ এই মাটিতে
যেমন মিশে তেমন আমার।
আবার মিছিল আবার পথে
আগুন আগুন হও আবার,
মানুষ মানুষ আগুন হলে
হারাবে কে মানুষকে আর?
১৯ ডিসেম্বর ২০১৯
No comments:
Post a Comment