রিটেনশান ভয়
খোলা ছাদের তলায়
আমাদের পরিচয় খুঁজে ফেরে পুরনো দলিল
রক্তের ভিতরে স্বপ্ন-ভোর
ক্রমশ দূরের পথে এগিয়েছে সাম্যবাদী
অসহিষ্ণু সকাল-বিকেল!
খোলা আকাশের নীচে
মানবতা পাক খায় বিরুদ্ধ মায়ায়...
রাতারাতি মুছে যায় ভালোবাসা-নাগরিক ক্ষয়।
আমাদের পরিচয় খুঁজে ফেরে রক্ত চাটা
রাষ্ট্রের দালাল !
ক্রমশ রাতের ঘণ্টা বেজে ওঠে, দু'চোখে ঘনায়
রিটেনশান ভয়!
.
No comments:
Post a Comment