এই জল, এই মাটি
১
উদ্বাস্তু শিবির থেকে কিছু দূরে
জল বেড়ে ওঠে।
খুঁটি বাঁধা সামান্য নৌকাটি
দৃশ্যত ভয়ের তবু
তির্যক ইশারা পেলে
একা একা হাঁটি।
খোলা চুল আগে আগে হাঁটে/পিছে হাঁটে পালতোলা আমার নৌকাটি
ধর্ম নেই,শংসাপত্র নেই
তবু জানি আমাদেরই জল
তিন সাক্ষী, আমাদেরই মাটি।
২
যদি বলি এদেশেই আছি
দেশের আকাশে ওড়ে তীর
লক্ষ্য সেই অপাপবিদ্ধকে
কার্ড আছে? ভিটেমাটি আছে?
ধর্ম আছে? শংসাপত্র আছে?
নেই, বেশ! ওকে।
ছিদ্র পেলে ক্ষুদ্র হয় ভিড়।
আমি ঐ ভিড়ের ধুলোয়
পড়ে থাকা সামান্য পালক এরপরও যদি বলি ভালো
বলবেন; মর,তুই ভিতু।
হে রাজন, একাই জিতুন!
No comments:
Post a Comment