খসড়া সঙ্গীত 
ঘর বিশ্বাস টলে গেছে দীর্ঘদিন 
শুধু ঝাঁঝরা কংক্রিটের খোলসে আটকে থাকা ফ্রেম থেকে 
আমাদেরই ছায়া ছিটকে নামছে বলে 
কিছুতেই মাংস ছিঁড়ে নেওয়া যাচ্ছে না 
যেহেতু আপনিই জানেন ছায়া কখন 
ঝড়ের বন্ধু আর বাতাসের শত্রু হয়ে ওঠে 
আপনি জানেন জ্বলন্ত নদীর জল কতটা ধ্বংস করতে পারে 
কতক্ষণ স্যাঁতসেঁতে থাকে 
দীর্ঘ মিছিলের ভার বহন করা কৃষকের ছায়া 
আপনার কাছে তাই জানতে ইচ্ছে করে 
দীর্ঘদিন ক্রোধ পুষে রাখা মানুষের ধাতব সিল্যুয়েট  
ঠিক কখন ঝড়ের বন্ধু হয়ে ওঠে? 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment