Tuesday, December 24, 2019

সুবীর সরকার





দেশ


শ্বাসকষ্ট ছাড়া আর কি দিতে পারি!
দেশ জ্বলছে।গুলি খাওয়া বাঘের মত ছুটে
                                            বেড়াচ্ছে মানুষ।
নরকঙ্কালের মেলা থেকে ঘুরে এসে ঘুমের
                                        ওষুধ কিনি
মধু ও মোমের দাবিতে কত মিছিল হয়
ভয় ও ভীতি নিয়ে আমরা বসে থাকি
বারুদের স্তুপ থেকে গড়িয়ে নামে
                                             পাখিরা

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ