Monday, December 23, 2019

গৌতম কুমার গুপ্ত




নাগরিক  

কর্কট বারান্দা দিয়ে ঘেরা
          আমাদের নগরমাটি ও আকাশ
নদীমাতৃক গ্রামীণ ছড়িয়ে পিচরোড
জলাজঙ্গলের ব্যবচ্ছেদে আমাদের ক্রমবিকাশ

এখানে সভ্যতা খুলে পরতে পরতে
গ্রাম চলে যায় বহুদূরের অদৃশ্য আড়ালে
সভ্যতা এখানে খেলি ও খাই

গ্রামীণ ঘাম ফেলে এসে গায়ে মাখি 
    নাগরিক তেল
এখানে পোশাকে নীল লাল সিটিস্মার্ট হই

পায়ে পায়ে ঘোরে বাইক 
        মচমচে জুতোর পালিশ
কথা ফোটে নানানা রং ঢংয়ে 
নাগরিক স্ল্যাং

আজ উঠেছে কথা 
    কি ভাবে জানাবো নগর নাগর
কে বলে দেবে তত্ত্বতালাশ 
আমরা আমদেরই লোকজন এই দেশজ নগরে?

নগরে নগরে ঘোরে দ্যাখো
নবীন প্রবীণ ফোগলা ফ্যাকাশে অ-নগরজন নাকি!
বলেছি জনান্তিকে আজ
কোন তাস ফেলে দিলে হবো সফল নাগরিক

.




অবরোধ 

ওই সব আগুনের পোড়া অবরোধ পেরিয়ে 
আমাকে যেতে হবে আমার গন্তব্যে
ওখানেও কি আছে ছাইে লোহা টায়ারের
কি আছে লেখনী ললাটের ভবিতব্যে?

জড়ো করা দাপাদাপি সব হুংকার
মৃত্যু কাঁপে নি বরং কেঁপেছে শীতও
মিছিল এসেছে পথে ঘাটে প্রান্তরে
বুকে মুখে কত চিহ্ণ অদ্ভূত পোড়া ক্ষত

এই আসা যাওয়া কেন প্রতিরোধ কিসের
তবু যেতে হয় দু চোখে কাঁপে সন্ত্রাস
ভয়ে বুক কাঁপে গালাগাল অথবা গুলি
এ কেন দেশ আমার রক্তাক্ত অস্থির অবকাশ

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ