Tuesday, December 24, 2019

উজ্জ্বল ঘোষ





পিঠ পেতে দিয়েছি আবার  
        

পিঠ পেতে দিয়েছি আবার
যে পিঠ সহ্য করেছে জমিদারি লাথি
উপবীতের অভিশাপ, ব্রিটিশের চাবুক আর
র‍্যাডক্লিফের কাঁটা সহ শতেক যন্ত্রণা
সে পিঠ পেতে দিয়েছি আবার 

আদিবাসী মা নিকিয়ে দিয়েছে পিঠ
বড়মা বাজিয়েছে সন্ধ্যার শাঁখ
এ পিঠে জইনুলাব্দিন নামাজ পড়েছে
কালাম গড়েছে মিশাইল
এ পিঠে হাসমত মিস্ত্রি গেঁথেছে ইঁট
এ পিঠেই অনির্বাণ মুখোপাধ্যায়কে ভালোবেসে
বিয়ে করেছে সোমাইয়া আখতার
এ পিঠে হেঁটেছে নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধী 
এ পিঠেই রবীন্দ্রনাথ লিখেছে জনগণমন... 

হে রাষ্ট্র, আবার পেতেছি পিঠ
ছোবল মারো
তোমার প্রতিটা বিষাক্ত আঘাতে কাশ্মীরে ফুটবে গোলাপ
কন্যাকুমারীতে উঠবে ঢেউ
হিমাচলে আপেল হবে লাল
আরব সাগর আরও সবুজ হয়ে যাবে
তুমি দেখবে আমার পিঠে ফুটে উঠছে ভারতবর্ষ 

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ