Tuesday, December 24, 2019

শ্যামশ্রী রায় কর্মকার




নগর-কথন
 

লোকটি প্রবীণ
অতীতের দাগে ছোপে মানচিত্র আদলের মুখ
থালার কিনার দিয়ে দেশের গল্পেরা বেঁকে যায়
কোনো গল্প থেকে তিনি  তুলে নেন অশ্রুর লবণ 
কোনোটির থেকে নেন মধু ও মরিচের স্বাদ  
আকাশের নতমুখ অস্থির যুবক
রুবিকস কিউব হাতে বারবার বদলে দিচ্ছে রঙের বিন্যাস 
অলক্ষ্যে বদলে যাচ্ছে করতলে রেখাচিত্রগুলি 
সরন্ধ্র মেঘের টেবিলে 
কফির পেয়ালা হাতে  বসেছেন ইন্দ্র ও জিউস
আসন্ন যুদ্ধের মাস
জরুরি বৈঠক 
মেঘের ফোকর গলে ঝরে পড়ছে চুক্তি ও ভাষণ
সপসপে হয়ে যাচ্ছে পৃথিবীর বুক
পিছল অক্ষরপথে কাটাকাটি করে মরছে মর্ত্যের কীটপতঙ্গেরা
এসব গল্প ডলে আজকের কঠিন দুপুরে  
বুড়ো মেখে নিচ্ছেন দুর্দশার ঝোলে ভাসা ভাত 



No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ