Tuesday, December 24, 2019

মোনালিসা চট্টোপাধ্যায়




প্রতিবাদ 

মাটিতে শিকড় নেমে গেছে জন্মের শিকড় 
আসলে নীরব নদী প্রতিচ্ছায়ার দেশে 
কেন হবে এই ক্যাব কেন হবে অন্ধদেশ নাগরিক হয়ে যারা দেশকে ভারত বলে শব্দহীন চরাচরে পরিচয় ! 
বন্ধনে রয়েছি কোনো বন্ধনের চিত্রছবি আর কি লাগবে বলো 
নতুন দেশের জন্য ধ্বংস মানুষ ট্রেন আগুন ঝলক রক্তবমন সহসা কাশি হাঁচি গাছ পাথরে ছড়িয়ে গেল ভয় ; অন্ধকারের অশুভ বেলা এই ।
সরে সরে যায় কলা বিকলায় চাঁদ 
ছবি নেই জন্ম নয় পরিচয় নয় মানুষের পাশে হাঁটে মানুষের মায়া নিয়ে নদী তারা পল্লী গ্রাম দেশ ;
এই মেঘবাস আমাদের এই চতুর্দশী চাঁদ আমাদের এই গোধূলি নদীর ঘাট আমাদের এখন চাই না আর কোনো শিহরণ অস্তিত্বের মূলে অন্ধকার গিলে নেবে ওরা ।তাই যা আছি আমি যা আছে দেশ যা আছে মানুষ এই দেশে আর কোনো তিনপাত্তি তাসে সন্ত্রাস চাই না ।যেমন রয়েছি মিলেমিশে তেমনি বাঁচব এই হল তীব্র প্রতিবাদ ।
অদূরে গৃহস্থ বাড়ি বন্ধনের ডোর কীভাবে নির্মান করি প্রতিবাদ সাধারণ জানে ।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ