জুলুস
একটা মিছিল নীরব ধূসর-
একটা মিছিল অসংখ্য,
একটি মিছিল হাসির, গানের-
জানেই না কার অসন্তোষ
কাদের ক্ষুধা, ক্রোধ আর শ্লাঘা
কিসের কথা বলতে চায়
সবাই আগুন জ্বালছে দেখে
তারাও আগুন জ্বালতে চায়...
একটা মিছিল মৌন মুখর
একটি মুখর মৌনতা,
একটা যৌন জীবন যাপন
একটি জীবন যৌনতা।
উড়লো ধুলো সহস্র পায়ে,
হাঁটল হাজার ক্ষুধার্ত,
একটা মিছিল ঘিরছে তোমার
মিছিল হাঁটার মুহূর্ত!...
No comments:
Post a Comment