Tuesday, December 24, 2019

সিদ্ধার্থ বসু




বিষ

তোমার মনে হিংসা,
আমি উস্কে দিলাম যেই
সেই আগুনে কারো রেহাই নেই

ঝুলকালো সব হিংসা শিশুদের
বুকের ওমে পুষেছ কবে থেকে
এবারে নাও শরীর মন সেঁকে

বাড়িয়ে দিলে হাত
এতদিনের গোপন ছুরি
আরেক বুকেই বিঁধবে নির্ঘাত 


১৯ ডিসেম্বর

যে স্রোত বহতা তাকে বাঁধবে ভেবেছ
একটা গোটা দেশের হৃদয়
ভেদ দিয়ে, ঘৃণা দিয়ে, ভাই-বন্ধু কাটাকাটি দিয়ে, বিষিয়ে মারবে
এ তোমার সিধে অভিপ্রায় 
রক্তের নিজস্ব গতি অলক্ষ্যে চলেছে

মানুষ সইছে যত সয়ে থাকা যায়

শীত শুরুর গ্রাম শহর মাঠ পাথার আঘাটা বন্দর
দ্যাখো ওই, ঝাঁপিয়ে রাস্তায়



মন্ত্র

বুলেটে বিঁধেছ যাকে, সে আমিই, অন্য কেউ নয়
মরে গেলে তার আর কীসের কীসের মৃত্যুভয়? 
যেমন মরলাম আমি, এভাবেই আরো কত লাশ
ছেঁড়া বুক, স্থানু চোখ, ছুঁয়ে বইছে উদবেল বাতাস

লাশেদের এ শহর, মৃতদের এ মহাপৃথিবী
যে আকাশে উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে অধীর শকুন
তার নিচে জেগে উঠছে রক্ত-ঘাম-অভাব-গরীবী
মৃত মানুষের গর্ভে জ্যান্ত সব মানুষের ভ্রূণ 

আমাকে মেরেছ তুমি, মরে গেছি পথে-মাঠে-ঘরে
প্রস্তুত সহস্র আমি, দেখি আজ এড়াও কী করে



নিষ্ক্রিয়তা 

দুয়েক লাইন করে লিখে রাখতে হবে
এই ঘাতক দিনগুলোর কথা
নিজেকে ধুলোর মতো
হাওয়ায় মিশিয়ে দিতে হবে,
যারা কিছু উঠে দাঁড়িয়েছে
আর যারা হাঁটু ভেঙে পড়েছে আঘাতে
যারা রুখে দিচ্ছে
আর যারা গলেপিষে গিয়ে তবু রুক্ষ অস্বীকার 
তাদের কারুর কোনো কাজে না লাগার
গ্লানি, অপরাধবোধ, কাগজে লেপ্টে যেতে হবে

আমার নগন্য মেধা আগুনে ঝলসালে আজ
লেশমাত্র উত্তাপ দেবে কি?


No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ