Wednesday, December 25, 2019

দীপঙ্কর মুখোপাধ্যায়






সময়ের লেখা

আর কতবার এভাবে পুড়ব? আর কতবার মরি?
কত কতবার বলেছি, এস না, এই পৃথিবীটা গড়ি
ধর্ম কী, বলো? কোথায় সে থাকে? কোন দেশ তার, জানো?
দেশের গল্পে রাষ্ট্র থাকে না, হিন্দু, মুসলমানও

বিভেদকামীরা ফিরে ফিরে আসে, আগুনে ঝাঁপায় পাখি
মানুষের হাতে, বিপন্নতায়, হাতখানি যেন রাখি
দামাল হাওয়ায়, মিছিলে, স্লোগানে, প্রতিরোধে, তরজায়
ফ্যাসিস্ট বোঝে না ওদের নিয়তি ইতিহাস রেখে যায়!

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ