Tuesday, December 24, 2019

দেবর্ষি সরকার





কাগজ  


আমরা কাগজ বলতে বুঝি কিছু নতুন কবিতা
আমরা কাগজ বলতে বুঝি এই সদ্য আঁকা ছবি
আমাদের গানে থাকে লালন, কবির, ভবপৃ্তা
আজান ধরেছ বুকে প্রতিদিন, হে সিন্ধুভৈ্রবী!

শাসক তুমিও যদি ছবিআঁকা দেখতে চাও,
গান ও কবিতা শোন রোজ

আমরাও কথা দিচ্ছি, অবশ্যই দেখাবো কাগজ

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ