Tuesday, December 24, 2019

দীপক রায়




রাজাকে 

আমাকে তুমি ছাড়ো রাজা ছাড়ো
আমাকে তুমি নদীর ধারে নিয়ে যেও না
আমাকে তুমি ছাড়ো।

তোমার কত ক্ষমতা আমি জানি
তোমার কত বড়কন্দাজ মানি
আমাকে তুমি যতই পারো -- মারো 

তোমার জল খাবো না  কিছুতেই 
যতই তুমি লাগাম ধরে টানো
যতই তুমি মারো -- আমায় মারো
যতই তুমি টানতে টানতে ঘাটের কাছে আনো

আমি তোমার জল খাবো না -- জেনো
যতই তুমি ঘাটের কাছে আনো 
জল খাবো না   জল খাবো না   
                            জল খাবো না, জেনো

মরণ হলেও আমায় তুমি চেনো
    আমি তোমার জল খাবো না, জেনো ...

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ