Wednesday, December 25, 2019

সুরঞ্জন রায়




রিটেনশান ভয়

খোলা ছাদের তলায়
আমাদের পরিচয় খুঁজে ফেরে পুরনো দলিল
রক্তের ভিতরে স্বপ্ন-ভোর
ক্রমশ দূরের পথে এগিয়েছে সাম্যবাদী
                             অসহিষ্ণু সকাল-বিকেল! 

খোলা আকাশের নীচে
মানবতা পাক খায় বিরুদ্ধ মায়ায়...
রাতারাতি মুছে যায় ভালোবাসা-নাগরিক ক্ষয়।

আমাদের পরিচয় খুঁজে ফেরে রক্ত চাটা
                                          রাষ্ট্রের দালাল !
ক্রমশ রাতের ঘণ্টা বেজে ওঠে, দু'চোখে ঘনায়
                                          রিটেনশান ভয়! 

                                    
.

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ