রক্তের স্বাদ
রক্তের স্বাদ চায় তোমাদের মন
যে-স্বাদ এখনও লেগে আছে ওই দাঁতে
যে-স্বাদ পেয়েছ দু-হাজার দুই সালে
দাঙ্গায়, ভ্রূণ হত্যায় গুজরাটে
জন্ম নিয়েছ আগুন উসকে দিতে
ভারতের বুকে ধর্মীয় সন্ত্রাসে
যা খুশি করবে আইন তোমার হাতে
শিল্পপতিরা আছে তোমাদেরই পাশে
মানুষের পাশে নেই তুমি কোনও দিন
দেশের স্বার্থে কিছুই ভাবো না আর
কর্পোরেটের কাছে বাড়িয়েছ ঋণ
কৌশলে দেশ করে দিতে ছারখার
মানুষ মরুক ধর্ষিতা হোক নারী
দেশ ভরে যাক রাষ্ট্রীয় সন্ত্রাসে
সবাই খুঁজবে কোথায় তাদের বাড়ি...
তোমার দেবতা হেসে যায়---- ঠিক
যেভাবে
হিংস্র শয়তানেরাই হাসে।
হিংসা এনো না কোনও
জনগণ, জনগণ
গুলি খেতে হয় খাবে, তবু যেন হিংসা এনো না কোনও
জনগণ, জনগণ
প্রতিবাদ রেখে ঘরের ভেতরে মৃত্যুর ক্ষণ গোনো।
জনগণ, জনগণ
যাকে নিয়ে এলে রক্ষা করতে তোমার সাধের ঘর
জনগণ, জনগণ
সে-ই তো এখন বিষধর কালকেউটে বা অজগর।
জনগণ, জনগণ
ভুলে যাও আজ তোমার জীবনে সবকিছু জেতা-হারা
জনগণ, জনগণ
তোমাকে আমাকে শোষণ করছে শুয়োরের বাচ্চারা!
No comments:
Post a Comment