Wednesday, December 25, 2019

চৈতালী চট্টোপাধ্যায়





কাহিনী

এবং সুখের ভাত যারা
দুঃখ করে খেয়েছে,তারা
গুছিয়ে ঘুমোতে গেছে...
হঠাৎ চমকে উঠে বসে।
আগুন গড়িয়ে চলে এসে
ছুঁইছুঁই পালঙ্ককিনারা!
ওরা জানতো নিরুপদ্রব
নিজে,আর নিজের আয়না।
প্রতিবেশীরাও তো অজানা!
তখন আতঙ্ক ছুটে এলো।
ধস নামছে, খুশবু মরছে,
ঘোমটা-পরানো অন্ধকার।
যাপনে,রান্নায় মধু ছিল,
ফিকে নীল বিষে থরোথর!
কেউ হাত টেনে নিয়ে গেল,
কেউ চোখ দূরে ছুঁড়ে দিল,
কাঁটাতার দিগন্তে বসালো,
ওরা কল্পনাতেও আনেনি -
রাষ্ট্র চাইলে সবই হয়!
এখনও যে জ্যান্ত রেখেছে,
এটা কি অবাককাণ্ড নয়?

3 comments:

  1. সহজ আর সরলরেখার উচ্চারণ। সত্যিই অবাক কান্ড নয়?

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ