Tuesday, December 24, 2019

তিলোত্তমা বসু






ইতি শ্রী বিনোদিনী দাসী   

আমার খুব কষ্ট যাচ্ছে ঠাকুর
মা চলে গেলেন এবার শ্রাবণে
শোক সামলানো কী কঠিন !

কী কঠিন এ সংসার
এ পালা মায়ার
আঁশবটিতে কেটে যায় শুদ্ধি
জিভ কেটে থমকে দাঁড়াই

রাত এগারোটা চল্লিশ মিনিটে
অমাবস্যা লাগে
বড় গায় লাগে পরপুরুষের দৃষ্টি
ঘেন্না ঘেন্না নরকের সিঁড়ি
নামতে নামতে দেখি
দেহ ,দেহকান্ড , গাছ ...
ছায়া ছায়া খন্ডিত আত্মারা ...

খুব ভয় ভয় করে , ডাকি
ভবতারণ হে
তবে জগন্মাতা স্বয়ং
ছিলেন কি মা আমার ?
আমি বা এত স্নেহ এত মায়ায়
থ্যাটারে থ্যাটারে পালসংকীর্তন
কি ভাবে যে গাই

দেখি তোমার সন্তানভাব

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়

হ্যাঁ, অন্যান্য বারের মতো সম্পাদকীয়-র পরিবর্তে নয়, বরং খুব সচেতন ভাবে, স্পষ্ট ভাবে বলছি, আমরা এন আর সি-র বিরুদ্ধে, সি এ এ -এর বিরুদ...

পাঠকের পছন্দ